লিগে তিন ম্যাচ পর ইতিহাদে জিতলো ম্যানসিটি

লিগে তিন ম্যাচ পর ইতিহাদে জিতলো ম্যানসিটি

সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে টানা তিন ম্যাচ ড্র করার পর জয়ের দেখা পেলো ম্যানচেস্টার সিটি। শনিবার তলানির ক্লাব শেফিল্ড ইউনাইডেকে ২-০ গোলে হারিয়েছে তারা। 

বড় হার এড়াতে রক্ষণে জোর দিয়েছিল শেফিল্ড। তবে পুরো খেলায় আধিপত্য ধরে রেখে ম্যাচটি জিতেছে সিটিজেনরা। বল দখলে রেখেছিল ম্যাচের ৮৪ শতাংশ, যেন অনুশীলন করতে নেমেছিল তারা। দুই অর্ধে রদ্রি ও জুলিয়ান আলভারেজের গোলে স্বস্তির জয় পেয়েছে টানা তিনবারের চ্যাম্পিয়নরা।

১৪তম মিনিটে ফিল ফডেনের অ্যাসিস্টে চমৎকার ফিনিশিংয়ে ম্যানসিটিকে এগিয়ে দেন রদ্রি। দ্বিতীয় গোলেও ছোঁয়া ছিল ইংলিশ মিডফিল্ডারের। ৬১ মিনিটে ফডেনের পাস থেকে গোলটি করেন আলভারেজ।

স্বস্তিদায়ক এই জয়ের দিনে টাচলাইনে কেভিন ডি ব্রুইনার ওয়ার্ম আপ দেখে ইতিহাদে দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। শিগগিরই বেলজিয়ান প্লে মেকার সিটির জার্সি পরতে যাচ্ছেন। এই মৌসুমের প্রথম ম্যাচের পর থেকে মাঠের বাইরে তিনি।

এই জয়ে ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে আর্সেনালকে পেছনে ফেলে তৃতীয় স্থানে ম্যানসিটি। লিভারপুল ও অ্যাস্টন ভিলার চেয়ে দুই পয়েন্ট পেছনে তারা। ৯ পয়েন্ট নিয়ে সবার শেষে শেফিল্ড।