আবারও হাসবো

আবারও হাসবো

কবি নবনীতা ফাইরুজ

বৃষ্টি, মেঘলাদিন আমার বেশ কাটে।

শুধু প্রতিদিনের অতি সাম্প্রতিক দুঃসংবাদগুলোই কষ্ট দিচ্ছে।। 

শ্বাস নেবার এই স্বল্প পরিসরের বাতাসটুকুও ভারী করে দিচ্ছে। 

ইচ্ছের দুরন্ত পাখনাটা অগত্যা ভাঁজ করে রেখেছি।

আটকে রেখেছি অদৃশ্য কোনো বাক্সে। 

 

যে মেয়েটার টানা দুদিন ঘরে থাকলে দম বন্ধ লাগত, সেও দিব্যি পার করে দিচ্ছে বেহিসেবী দিন রাত্রি চারদেয়ালে। 

সময় এখন অন্য রুপে আবির্ভূত। 

বদলে গেছে শহরের আনাচ-কানাচ। 

তারচেও যেটা বেশি বদলেছে; 

মানুষের ভেতরটা!

 

বাবা-ঘেঁষা ঐ ছোট্ট মেয়েটাও এতদিনে বুঝে গেছে,

মাত্র বাহির থেকে ফেরা বাবাকে জড়িয়ে ধরতে নেই!

বুক পকেটে করে মরন ব্যধি আনতে পারে।

টান দিতে হচ্ছে বহুদিনের লালিত সেই আন্তরিকতার সুতোয়।

 

মৃত্যু সে তো ডাকছে সদাই

নাচছে,গাইছে, কড়া নাড়তে চাইছে দরজায়।

সেতো শাশ্বত সত্য।

তবে এ সময় কি অন্য কিছু বোঝায়? তবে সে কি মৃত্যুভয়?

 

সে যা হবার হোক!

আচ্ছা!  এ দুর্দিন কি শেষ হবে? যদি শেষ হয়!

যদি অদৃশ্য সেই বন্ধ বাক্সটা খুলে যায় আবার!

পাখা মেলে উড়বো খুব

হুড ফেলা রিক্সায় গলি থেকে রাজপথ ঘুরবো!

গড়াইয়ের পাড়ে বসে প্রাণ ভরে হাওয়া খাবো।

ক্যম্পাসে ঢুকেই সেই ঝালমুড়ি ওয়ালা মামাকে খুঁজে বের করবো।

অভাবের লড়াই শেষ একটি শুভ সকালের গল্প শুনে আবারও মন খুলে হাসবো।

 

নবনীতা ফাইরুজ : কবি। শিক্ষার্থী,বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়।