কালিয়াকৈরে ‌নৌকার কর্মীকে জরিমানা

কালিয়াকৈরে ‌নৌকার কর্মীকে জরিমানা

ফাইল ছবি

জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনের নৌকা প্রতীকের কর্মীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩১ ডিসেম্বর) রাতে আচরণবিধি লঙ্ঘন করে কালিয়াকৈর পৌরসভার ৫নং ওয়ার্ডের ডাইনকিনি এলাকায় আলহাজ আহমেদ গতকাল রাতে রিকশায় ছবি ও নাম পদবিসহ ব্যানার এবং মাইকের মধ্যে পোস্টার লাগিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। বিষয়টি জানতে পেরে গাজীপুর জেলা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলার ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান।

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচন গাজীপুর-১ আসনে নৌকা, জাতীয় পার্টিসহ সাতজন প্রার্থী হয়েছেন। ভোটার সংখ্যা ৬ লাখ ৯৫ হাজার ৮শ ৫২ জন।