ঢাকা আরিচা মহাসড়কে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা আরিচা মহাসড়কে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

সংগৃহীত

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে মানিকঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি রাইজিং স্পিনিং মিলের শ্রমিকেরা। মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও যান চলাচল বন্ধ রয়েছে ঢাকা আরিচা মহাসড়কে।

আন্দোলনরত একাধিক শ্রমিকেরা বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব। অজ্ঞাত কারণে সরকারি নীতিমালা অনুযায়ী বেতন ভাতা দিচ্ছে না রাইজিং স্পিনিং মিল কর্তৃপক্ষ। একাধিকবার শ্রমিকদের পক্ষ থেকে বিষয়টি জানালেও এ বিষয়ে উদাসিন কর্তৃপক্ষ। যে কারণে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে তারা মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছে।

বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তিনি ও তার টিম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মালিক শ্রমিক পক্ষ কথা বলছেন। খুব শিগগিরই ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।