পবিপ্রবি ছাত্রলীগ সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার

পবিপ্রবি ছাত্রলীগ সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার

ফাইল ছবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি মো. আরাফাত ইসলাম খান সাগরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের এক জরুরী সিদ্ধান্তে গত মঙ্গলবার (২ জানুয়ারী) তার (সাগর) বহিষ্কারাদেশ শর্তসাপেক্ষে প্রত্যাহার করা হয়। 

ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক প্রেস নোটে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। 

প্রেস নোটে জানা যায়, ভবিষ্যতে সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থি কোনো কার্যকলাপে জড়িত হবেন না মর্মে শর্তসাপেক্ষে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। 

উল্লেখ্য, গত বছরের ২৩ সেপ্টম্বর পবিপ্রবি'তে সাগর অনুসারি কর্মী সমর্থকের হাতে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার লাঞ্ছিতের ঘটনাসহ বেশ কয়েকটি নেতিবাচক কর্মকান্ডে ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ণের অভিযোগে ২৯ সেপ্টেম্বর সভাপতির পদ থেকে আরাফাত ইসলাম সাগরকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়।