ধামরাইয়ে বিএনপির মিছিলে পুলিশের বাধা, গাড়ি ভাঙচুর

ধামরাইয়ে বিএনপির মিছিলে পুলিশের বাধা, গাড়ি ভাঙচুর

সংগৃহীত

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে রাজধানী ধামরাইয়ে মিছিল করেছে বিএনপি। এ সময় পুলিশ বাধা দিতে গেলে ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কালামপুর এলাকায় বিএনপির মিছিল বের হলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপির কয়েকজনকে আটক করা হলে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুর করে।

ধামরাই থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, সকালে বিএনপির মিছিল থেকে পুলিশের গাড়িতে ঢিল ছুড়া হয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হলেও তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন