যশোরের ছয়টি আসনে ভোটগ্রহণ চলছে

যশোরের ছয়টি আসনে ভোটগ্রহণ চলছে

সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি আসনে ভোটগ্রহণ চলছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতি ছাড়াই ৮২৫টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারে ভোটগ্রহণ চলছে। ছয়টি আসনে ৩২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলায় মোট ভোটার ২৩ লাখ ৩৯ হাজার ৫৫ জন। এর মধ্যে ১১ লাখ ৭৬ হাজার ১০৫ জন পুরুষ ও ১১ লাখ ৬২ হাজার ৯৩৫ জন নারী। এবার নির্বাচনে ৮২৫টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণের জন্য ৫ হাজার ২১৭টি ভোট কক্ষের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে পুরুষ ভোট কক্ষের সংখ্যা ২ হাজার ৫০০টি ও নারী ভোট কক্ষের সংখ্যা ২ হাজার ৭১৭টি।

এবার নির্বাচনে জেলায় মোট প্রিজাইডিং অফিসার আছেন ৮২৫ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৫ হাজার ২১৭ জন ও পোলিং অফিসার আছেন ১০ হাজার ৪৩৪ জন বলে জনিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার।