পঞ্চগড়ের কেন্দ্রে কেন্দ্রে পাঠান হলো ব্যালট পেপার

পঞ্চগড়ের কেন্দ্রে কেন্দ্রে পাঠান হলো ব্যালট পেপার

সংগৃহীত

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের দুটি আসনের ২৮৭ ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার।

রোববার (৭ জানুয়ারি) ভোর ৪টা থেকে দুটি আসনের ৫ উপজেলার মোট ২৯৭টি ভোট কেন্দ্রে সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে এই ব্যালট পেপার পৌঁছিয়ে দেওয়া হয়।

এসময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্রত্যেক ভোট কেন্দ্রের প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে এ ব্যালড পেপার তুলে দেন।

এদিকে, প্রিজাইডিং কর্মকর্তাদের ব্যালট পেপার দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ও বেষ্টনির মধ্য দিয়ে তাদের ভোট কেন্দ্রে গাড়িযোগে পৌঁছিয়ে দেওয়া হয়। 

তেঁতুলিয়া সহকারী কর্মকর্তা কার্যালয় থেকেও ভোর বেলা প্রিজাইডিং  কর্মকর্তাদের হাতে ব্যালট পেপার দিয়ে তাদের নিজ নিজ কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় পৌঁছিয়ে দেওয়া হয়।

নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় মাঠে তৎপর রয়েছে সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসারসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনকালীন সব ধরনের সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়। ভোটের পরিবেশ সুরক্ষায় মাঠে দায়িত্বপালন করছে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।