কক্সবাজারে ভোটগ্রহণ চলছে

কক্সবাজারে ভোটগ্রহণ চলছে

সংগৃহীত

কক্সবাজারে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। নাশকতারোধে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।

কনকনে শীতের তীব্রতা উপেক্ষা করে সকাল থেকে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছে। বিশেষ করে নারী ও নতুন ভোটারদের উপস্থিতি লক্ষণীয়।

কক্সবাজারের ৪টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে ১৬ লাখ ৫০ হাজার ৯৬০ জন। ৫৫৬টি ভোটকেন্দ্র রয়েছে। কক্সবাজারে দলীয় ও স্বতন্ত্র মিলে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেখানে কক্সবাজার-১ আসনে ৭ জন, কক্সবাজার-২ আসনে ৬ জন, কক্সবাজার-৩ আসনে ৬ জন ও কক্সবাজার-৪ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানান, কক্সবাজারের চারটি আসনের সবকটি কেন্দ্রকেই বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।