রংপুরে ৬টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু

রংপুরে ৬টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু

সংগৃহীত

রংপুরে শান্তিপূর্ণ পরিবেশে ৬টি সংসদীয় আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে জেলার ৮৫৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। শীতের সকাল হওয়ায় ভোট গ্রহণের শুরুতে ভোটারদের উপস্থিতি কম লক্ষ করা গেছে। তবে বেলা বেড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

রংপুরে ৬টি সংসদীয় আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১২টি রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, রংপুর-৪ আসনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও রংপুর-৬ আসনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রংপুর-৩ আসনে জিএম কাদেরের সাথে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী।

রংপুর জেলায় মোট ভোটার সংখ্যা ২৪ লাখ ৩২ হাজার ৫০৪ জন। নির্বাচনে বিশৃঙ্খলা এড়াতে ভোটকেন্দ্রসহ চারপাশে পুলিশ ৩ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে। এ ছাড়া পর্যাপ্ত সংখ্যক আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে। নির্বাচনে দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা।

সকাল সাড়ে আটটায় রংপুর নগরের লায়ন্স স্কুল এন্ড কলেজে গিয়ে দেখা গেছে ভোটার উপস্থিতি খুবই কম। তবে ভোট দিতে এসেছে মানুষ। এই কেন্দ্রে মোট ভোটার ৩০৭৫ জন, বুথ রয়েছে ৬টি।

প্রিজাইডিং অফিসার তহিদুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বেলা বেড়ার সাথে সাথে ভোটার বাড়বে।