ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপের একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সোমবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে গাজায় চলমান সংঘাত আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ল।

এএফপি বলেছে, হিজবুল্লাহ পরে প্রথমবারের মতো উইসাম হাসান তাবিল নামের একজন ‘কমান্ডার’কে ইসরায়েল হত্যা করেছে বলে ঘোষণা দেয়।

এ ছাড়া নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ওই নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, তাবিল ‘দক্ষিণে হিজবুল্লাহর কার্যক্রম পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন’। এই কমান্ডার গ্রুপের আরো বেশ কয়েকটি শীর্ষ পদে ছিলেন। তিনি ‘দক্ষিণে তাঁর গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন’।

৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েল প্রায় প্রতিদিন আন্তঃসীমান্ত সংঘর্ষে জড়ায়।

সেই সময় থেকে এখন পর্যন্ত নিহত সর্বোচ্চ র‍্যাংকের হিজবুল্লাহ সদস্য তাবিল।
এদিকে গত সপ্তাহে বৈরুতে হামাসের ডেপুটি লিডার সালেহ আল-আরোরি একটি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হওয়ার ঘটনায় ব্যাপক উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহ ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তাঁর যোদ্ধারা আরোরির হত্যার দ্রুত জবাব দেবে। গোষ্ঠীটি পরের দিন ইসরায়েলি বিমান নিয়ন্ত্রণ ঘাঁটিতে হামলার দায় স্বীকার করে।

এএফপির তথ্য অনুসারে, প্রায় তিন মাসের আন্তঃসীমান্ত সংঘর্ষে লেবাননে ১৮০ জনেরও বেশি নিহত হয়েছে, যার মধ্যে ১৩৫ জনেরও বেশি হিজবুল্লাহর যোদ্ধা। তবে তিন সাংবাদিকসহ ২০ জনেরও বেশি বেসামরিক লোকও এ সংখ্যায় অন্তর্ভুক্ত। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর ইসরায়েলে ৯ সেনা এবং অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।