‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’ যেভাবে চালু করবেন

‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’ যেভাবে চালু করবেন

ছবি: সংগৃহীত

আইওএস ১৭.৩ বেটা সংস্করণে গুরুত্বপূর্ণ নতুন একটি ফিচার এসেছে। স্টোলেন ডিভাইস প্রোটেকশন নামে ফিচারটি ডিভাইসকে চুরি হওয়ার হাত থেকে রক্ষা করার চেষ্টা করবে। বিষয়টি নিয়ে প্রথমে খবর আসে ওয়াল স্ট্রিট জার্নালে। সেখানে দেখা যায়, সাধারণত কোনও পাবলিক প্লেসে চোর আইফোন চুরি করার আগে দেখে নেয় ব্যবহারকারী তার ফোনে পাসকোড হিসেবে কী ব্যবহার করছে।

ফিচারটি চালু থাকলে ব্যবহারকারী ট্রাস্টেড লোকেশনের বাইরে তাদের বায়োমেট্রিক অথেনটিকেশন ব্যবহার করতে পারবে যা নিরাপত্তার নতুন একটি স্তর হিসেবে কাজ করবে। এটি চালু থাকলে ফেস আইডি বা টাচ আইডি কাজ না করলেও ব্যবহারকারী ডিভাইসের বেসিক কিছু ফাংশন ব্যবহার করতে পারবে। এসময় সেনসিটিভ কিছু কাজ যেমন অ্যাপল আইডি বদলানো বা পাসকোড বদলানো এমন কাজগুলো করা যাবে না। দেখে নেওয়া যাক ফিচারটি কীভাবে চালু করতে হবে।

১. প্রথমে দেখতে হবে ফোনে আইওএস ১৭.৩ বেটা আপডেট হয়েছে কি না
২. এরপর সেটিংসে যেতে হবে
৩. এরপর ‘ফেস আইডি অ্যান্ড পাসকোড (অথবা টাচ আইডি অ্যান্ড পাসকোড)’ অপশনে যেতে হবে
৪. এরপর স্টোলেন ডিভাইস প্রোটেকশনের অধীন ‘অ্যাক্টিভেট প্রোটেকশন’ ট্যাপ করে চালু করতে হবে

এতে চালু হয়ে যাবে ফিচারটি। কিছু কিছু ক্ষেত্রে ফেস আইডি বা টাচ আইডি ঠিক মতো কাজ করে না। সেক্ষেত্রে ট্রাস্টেড কোনও লোকেশান থেকে পাসকোড ব্যবহার করে স্টোলেন ডিভাইস প্রোটেকশন ডিজেবল করে কাজ করতে পারবে ব্যবহারকারী।