হ্যান্ড স্যানিটাইজার থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ চিকিৎসক দম্পতি

হ্যান্ড স্যানিটাইজার থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ চিকিৎসক দম্পতি

ডা. রাজিব ভট্টাচার্য ও স্ত্রী ডা. অনূসূয়া ভট্টাচার্য (সংগৃহীত ছবি)

জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসক দম্পতি ডা. রাজিব ভট্টাচার্য (৩৬) ও তার স্ত্রী ডা. অনূসূয়া ভট্টাচার্য (৩২) দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজধানীর হাতিরপুলের একটি বাসায় ঘটেছে বলে জানা গেছে।

দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, রাজিবের শরীরের ৮৭ শতাংশ ও তার স্ত্রীর ২০ শতাংশ দগ্ধ হয়েছে। রাজিবকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার অবস্থা সঙ্কটাপন্ন। স্ত্রীর অবস্থাও গুরুতর।

রাজিব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক।