শেখ হাসিনার জয়ে ব্রাজিলের অভিনন্দন

শেখ হাসিনার জয়ে ব্রাজিলের অভিনন্দন

শেখ হাসিনার জয়ে ব্রাজিলের অভিনন্দন

গত ৭ জানুয়ারি রোববার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ব্রাজিল সরকার।

আজ ঢাকায় প্রাপ্ত ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় জানা গেছে, মঙ্গলবার ব্রাজিল সরকারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ব্রাজিল সরকার ৭ জানুয়ারি বাংলাদেশে সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা স্বীকার করেছে এবং নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছে।’

উভয় দেশের উন্নয়ন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার উন্নয়ন এবং দারিদ্র্য, ক্ষুধা ও জলবায়ু সংকটের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে ব্রাজিল বাংলাদেশের সাথে গভীর সম্পর্ক অব্যাহত রাখতে তাদের ইচ্ছা প্রকাশ করেছে।
১৯৭২ সালে প্রতিষ্ঠিত ব্রাজিল-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে আরো জোরদার হয়েছে।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনের সাইডলাইনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেছিলেন।

সূত্র : বাসস