সাড়ে ৩ ঘণ্টায় ৫ বার ভূমিকম্পে কাঁপল জাপান

সাড়ে ৩ ঘণ্টায় ৫ বার ভূমিকম্পে কাঁপল জাপান

ছবি: সংগৃহীত

জাপানে গত সপ্তাহে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ২০২ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পের এক সপ্তাহ পরও নিখোঁজ শতাধিক লোককে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

এদিকে দেশটির নোটো উপদ্বীপ ও ইসিকাওয়া প্রণালীতে সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে পাঁচবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ২৩ মিনিটি থেকে ১০টা ৫৮ মিনিটের মধ্যে আঘাত হানা এই পাঁচটি ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ২ দশমিক ৫ থেকে ৩ দশমিক ১। এগুলোর গড় গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটারের মধ্যে।

উল্লেখ্য, জাপানে নতুন বছরের প্রথম দিনের ভূমিকম্পে যেসব ঘরবাড়ি ধসে পড়েছে সেখানকার কিছু জায়গায় এখনো উদ্ধারকারীরা পৌঁছাতে পারেনি। সেখানে ধসে যাওয়া অবকাঠামোর নিচে এখনো অনেক মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।