হোয়াটসঅ্যাপে ফোনের ছবি দিয়েই বানানো যাবে স্টিকার

হোয়াটসঅ্যাপে ফোনের ছবি দিয়েই বানানো যাবে স্টিকার

প্রতীকী ছবি

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ফোনের গ্যালারিতে থাকা ছবি দিয়ে স্টিকার বানানো যাবে। এমনকি ফোনে থাকা স্টিকার সম্পাদনা করার সুযোগও থাকবে। এখন থেকে এই স্টিকার বানানোর জন্য তৃতীয় পক্ষের কোনো অ্যাপ আর দরকার পড়বে না। 

হোয়াটসঅ্যাপের আইওএস সংস্করণে স্টিকার তৈরি, সম্পাদনা এবং অন্যদের সঙ্গে শেয়ার করার সুযোগ চালু হচ্ছে বলে ঘোষণা দিয়েছে মেটা। এটি অন্যকে পাঠানোর পর স্টিকার ট্রেতে সংরক্ষিত থাকবে। তৈরি করা স্টিকার পরবর্তী সময়ে সম্পাদনাও করা যাবে।

তবে যারা আইওএস ১৫ বা তার নিচে ব্যবহার করেন তাদের জন্য এই ফিচারটি কাজ করবে না। শুধু যারা আইওএস ১৬ ব্যবহার করেন তারা এই সুযোগটি পাবেন আপাতত। সেইসঙ্গে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি আপডেট থাকতে হবে তার ফোনে। আর ছবিটি অবশ্যই পোর্ট্রেট মোডে থাকতে হবে।

যেভাবে স্টিকার তৈরি করা যাবে—

  • প্রথমে ছবি নির্বাচন করতে হবে।
  • এরপর ছবির যে ব্যক্তি বা বস্তুকে স্টিকার বানানো হবে তার ওপর লং প্রেস করতে হবে।
  • এরপর সেই ব্যক্তি বা অবজেক্টকে হোয়াটসঅ্যাপ কনভারসেশনের ওপরে ড্র্যাগ করে ড্রপ করতে হবে।
  • এরপর হোয়াটসঅ্যাপ জানতে চাইবে ব্যবহারকারী সেই ছবিকে স্টিকার বানাতে চান কি না। সেটাতে সম্মতি দিলেই হোয়াটসঅ্যাপ সেই ছবিকে স্টিকার প্যানেলে যোগ করে দেবে ভবিষ্যতে ব্যবহারের জন্য।