এফটিএ সমঝোতা ও বিনিয়োগ আকৃষ্ট করতে চায় বাংলাদেশ ও চীন

এফটিএ সমঝোতা ও বিনিয়োগ আকৃষ্ট করতে চায় বাংলাদেশ ও চীন

এফটিএ সমঝোতা ও বিনিয়োগ আকৃষ্ট করতে চায় বাংলাদেশ ও চীন

মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা, দ্বিপক্ষীয় বাণিজ্যের জন্য আরও আর্থিক সহায়তা প্রদান এবং বাংলাদেশে বিনিয়োগের জন্য আরও চীনা উদ্যোগকে আকৃষ্ট করার বিষয় নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও চীন।এটি বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ কৌশল উপলব্ধি করতে এবং বাংলাদেশের জনগণকে উপকৃত করতে সহায়তা করবে বলে উভয় পক্ষই মনে করে।

বুধবার (১৭ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলামের (টিটু) সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্যের প্রশংসা করেন।তারা দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিধি সম্প্রসারণ, বিশেষ করে চীনে বাংলাদেশের উচ্চমানের বিশেষ পণ্য রপ্তানি সম্প্রসারণে সম্মত হন।

সূত্র : ইউএনবি