চাঁদপুরে ৫০০ কেজি জাটকা জব্দ

চাঁদপুরে ৫০০ কেজি জাটকা জব্দ

প্রতিকী ছবি

চাঁদপুরের হাইমচরে অভিযান চালিয়ে ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত জব্দকৃত জাটকাগুলো এতিমখানায় বিতরণ ও বিক্রেতা দুজনকে ৭ হাজার টাকা অর্থদণ্ড এবং পরিবহনে ৭টি নৌকা জব্দ করা হয়।

বুধবার সকালে উপজেলার চরভৈরবী মাছঘাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফয়সাল। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত সকল পাইকারী ও খুচরা বিক্রেতা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও ক্রেতা বিক্রেতাসহ সকলকে বিশেষ কম্বিং অপারেশন এবং চলমান জাটকা রক্ষা কার্যক্রম বিষয়ে সচেতনতামূলক সভা করা হয়েছে।

অভিযানে হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো: মাহবুব রশীদ জানান, চরভৈরবী বাজারে জাটকা বিক্রি হয় এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৫০০ কেজি জাটকা জব্দ, একজন আড়ৎদারকে ৪ হাজার টাকা এবং একজন পাইকারি ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জাটকা পরিবহনে ৭টি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকাগুলো স্থানীয় ৮টি এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানকালে হাইমচর কোস্টগার্ডের সিসি মোহাম্মদ এমদাদুল, কোস্টগার্ড সদস্য, থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।