ইসলামিক স্টেট এখনো সবথেকে বড় হুমকি:বেন ওয়ালেস

ইসলামিক স্টেট এখনো সবথেকে বড় হুমকি:বেন ওয়ালেস

ছবিঃ ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস

এখনো ইসলামিক স্টেট বৃটেনের জন্য সবথেকে বড় হুমকি বলে সাবধান করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। তিনি বলেন, যদিও সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেটকে দখলকৃত এলাকা থেকে উচ্ছেদ করা গেছে কিন্তু তাদের বিষাক্ত মতাদর্শ এখনো টিকে আছে। ফলে এখনো বৃটেনের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলে হুঁশিয়ার করেন বেন।  
হাউজ অব কমন্সে দেয়া এক বিবৃতিতে তিনি জানান, গত বছর ইসলামিক স্টেটের জিহাদিদের লক্ষ্য করে ৪০ টিরও বেশি হামলা চালিয়েছে বৃটেন। ইরাকের উত্তরাঞ্চলে জিহাদিদের বাঙ্কার, গুহা ও প্রশিক্ষণ কেন্দ্র গুড়িয়ে দেয়া হয়েছে। কিন্তু কোনো ভাবেই ইসলামিক স্টেটকে নির্মুলের যুদ্ধ শেষ হয়ে যায়নি। এখনো বৃটিশ বিমান বাহিনী প্রতিদিন আকাশে টহল দিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, ইসলামিক স্টেটের সদস্যদের আর কোথাও লুকানোর সুযোগ নেই।

কিন্তু তাদের বিষাক্ত আদর্শ এখনো বিশ্বে টিকে আছে। তারা এখনো বৃটেনে হামলা চালাতে চায় এবং মানুষকে উৎসাহিত করতে চায় এ কাজে। তাই এখনো বৃটেনের জন্য সবথেকে বড় হুমকি ইসলামিক স্টেটই। যে কোনো পরিস্থিতিকে কাজে লাগিয়ে তারা আবারো সংগঠিত হতে পারে।বিবিসি