স্যামসাংকে ছাড়িয়ে প্রথমবারের মতো শীর্ষে অ্যাপল

স্যামসাংকে ছাড়িয়ে প্রথমবারের মতো শীর্ষে অ্যাপল

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো স্যামসাংকে ছাড়িয়ে স্মার্টফোন বাজারজাত বা বিক্রিতে শীর্ষ অবস্থানে অ্যাপল। ২০২৩ সালে এ সাফল্য অর্জন করেছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি।

ইন্টারন্যাশনাল করপোরেশনের (আইডিসি) ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকার প্রতিবেদনের বরাতে গিজচায়না প্রকাশিত খবরে এ তথ্য উঠে এসেছে।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৩ সালে বিক্রি ৩ দশমিক ২ শতাংশ কমে ১১৭ কোটি ইউনিটে নেমে এসেছে। এ বছর অ্যাপল সারা বিশ্বে ২৩ কোটি ৪৬ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে। এর মাধ্যমে পুরো বাজারের ২০ শতাংশ হিস্যা নিয়ন্ত্রণে রেখেছে কোম্পানিটি।

অন্যদিকে একই সময়ে ২২ কোটি ৬৬ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রির মাধ্যমে ১৯ দশমিক ৮ শতাংশ হিস্যা স্যামসাংয়ের নিয়ন্ত্রণে ছিল। একই ধরনের তথ্য প্রকাশ করেছে প্রযুক্তি বাজার বিশ্লেষক কোম্পানি ক্যানালিস।

কোম্পানিটির তথ্যানুযায়ী, ২০১০ সাল থেকেই শীর্ষে রয়েছে স্যামসাং। তার আগে শীর্ষে ছিল ফিনিশ টেলিযোগাযোগ কোম্পানি ‘নকিয়া’। এমনকি অ্যাপল তখন শীর্ষ পাঁচেও স্থান পায়নি।