হাবিপ্রবির তিন অনুষদে নতুন ডিন

হাবিপ্রবির তিন অনুষদে নতুন ডিন

ফাইল ছবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদে প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদে প্রফেসর ড. মো. মামুনার রশিদ এবং সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদে প্রফেসর রোজিনা ইয়াসমিন (লাকি) নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন।

১৭ জানুয়ারি (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত তিন পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশ অনুযায়ী অনুষদের অধ্যাপকগণের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে আগামী দুই বছরের জন্য তাদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. মেহেদী হাসানের মেয়াদ শেষ হওয়ায় নতুন ডিন হয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন।

নতুন ডিনের দায়িত্ব পেয়ে প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন বলেন, আমাকে ডিন হিসেবে নিয়োগ দেওয়ার জন্য মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সম্প্রতি বিদেশ থেকে আমার পিএইচডি ডিগ্রি সম্পন্ন করে দেশে ফিরেছি। বিদেশে উচ্চতর গবেষণায় আমার অর্জিত জ্ঞান গুলো আমার ফ্যাকাল্টিতে বাস্তবায়নের চেষ্টা করবো। আমার ফ্যাকাল্টির সকল শিক্ষকদের পরামর্শ ও সহযোগিতায় ফ্যাকাল্টির পাঠদান ও গবেষণায় দৃশ্যমান উন্নয়নের চেষ্টা করবো যাতে আমাদের ফ্যাকাল্টির মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম আরো ছড়িয়ে পড়ে।

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর রাফিয়া আক্তারের মেয়াদ শেষ হওয়ায় নতুন ডিন হয়েছেন একাউন্টিং বিভাগের প্রফেসর মো. মামুনার রশিদ।

নতুন ডিন হিসেবে দায়িত্ব পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক মো. মামুনার রশিদ বলেন, অনুষদের ডিনের দায়িত্ব একটি রুটিন দায়িত্ব। আগামী দুইবছর আমাকে এ দায়িত্ব পালন করতে হবে। আমার উপর অর্পিত সকল কর্তব্যগুলো সঠিকভাবে পালনের মাধ্যমে ব্যবসায় শিক্ষা অনুষদকে আরো এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবো।

এদিকে সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন ইকোনোমিক্স বিভাগের প্রফেসর ড. মো. গোলাম রাব্বানীর মেয়াদ শেষ হওয়ায় নতুন ডিন হয়েছেন একই বিভাগের প্রফেসর রোজিনা ইয়াসমিন (লাকি)।