শেরপুরে ৬ ডায়াগনস্টিক ও ২ হাসপাতাল বন্ধ

শেরপুরে ৬ ডায়াগনস্টিক ও ২ হাসপাতাল বন্ধ

সংগৃহীত

শেরপুরে লাইসেন্স না থাকায় ৬টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবং ডাক্তার না থাকায় ২টি প্রাইভেট হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে জেলা সিভিল সার্জন অফিস থেকে শহরের নারায়ণপুর ও বটতলা এলাকার লাইসেন্সবিহীন জনতা ডায়াগনস্টিক সেন্টার, হযরত শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার, সরকার ডায়াগনস্টিক সেন্টার, শ্যামল ডায়াগনস্টিক সেন্টার, মানবসেবা ডায়াগনস্টিক সেন্টার ও মারিয়া নার্সিং হোম এবং নিয়মিত ডাক্তার না থাকায় সততা হাসপাতাল ও ডায়াগনস্টিক এবং নিরাপদ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে তাদের কার্যক্রম বন্ধ রাখার জন্য পত্র প্রেরণ করেছে।

সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য বলেন, জেলা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনের সময় উল্লেখিত অনিয়ম ধরা পড়ায় এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।