হাউছিদের হামলা এড়াতে বিকল্প যে ব্যবস্থা নিচ্ছে জাহাজ মালিকরা

হাউছিদের হামলা এড়াতে বিকল্প যে ব্যবস্থা নিচ্ছে জাহাজ মালিকরা

হাউছিদের হামলা এড়াতে বিকল্প যে ব্যবস্থা নিচ্ছে জাহাজ মালিকরা

হাউছিদের হামলা এড়াতে বিকল্প ব্যবস্থা নিচ্ছে জাহাজ মালিকরা। তারা ঘোষণা করেছে, লোহিত সাগর দিয়ে সুয়েজ খালে প্রবেশের আগে তারা ইসরাইলের সাথে কোনো সম্পর্ক রাখবে না। যেন সামুদ্রিক ট্র্যাফিক পর্যবেক্ষণ সাইটগুলোতে ইসরাইলের সাথে তাদের সম্পর্ক বুঝা না যায়।রোববার (২১ জানুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শিপিং অপারেটররা সামুদ্রিক মনিটরিং ওয়েবসাইটগুলোতে বিবৃতি দিয়েছে, তারা হাউছিদের হামলা এড়াতে লোহিত সাগর দিয়ে সুয়েজ খালে প্রবেশের আগে ইসরাইলের সাথে কোনো সম্পর্ক রাখবে না।আরব নিউজ দু’টি জাহাজ কর্তৃপক্ষকে marinetraffic.com-এ এই ধরণের ঘোষণা দিতে দেখেছে।

উল্লেখ্য, গত নভেম্বর থেকে হাউছিরা লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা শুরু করে। এর মাধ্যমে তারা ইসরাইলের উপর চাপ প্রয়োগের প্রয়াস পায়। তাদের হামলাকে বন্ধ করতে পাল্টা ব্যবস্থা নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত সামুদ্রিক টাস্ক ফোর্স। একইসাথে মার্কিন তালিকাভুক্ত উগ্রবাদীদের তালিকায় তাদের নাম যুক্ত করেছে।

সূত্র : আরব নিউজ