বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাছান মাহমুদের বৈঠক

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাছান মাহমুদের বৈঠক

সংগৃহীত

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২১ জানুয়ারি) উগান্ডার কাম্পালায় ১৯তম জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতেই বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নতুন সরকারকে এবং বিশেষ করে ড. হাছান মাহমুদকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

এ ছাড়া বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট এবং ফ্যামিলি ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়সহ দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, উগান্ডার কাম্পালায় ন্যাম এবং ৭৭ জাতি গ্রুপ ও চীনের তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ড. হাছান মাহমুদ।