শীতে করোনাভাইরাস সংক্রমণ বাড়ার আশঙ্কা

শীতে করোনাভাইরাস সংক্রমণ বাড়ার আশঙ্কা

ফাইল ফটো

করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা পৃথিবীর অনেক দেশেই প্রভাব ফেলছে। অস্ট্রেলিয়া, ইরান, দক্ষিণ কোরিয়ায় এখন ছোট ছোট ক্লাস্টার তৈরি হয়েছে। এখন বিশ্বে পরিবর্তন হচ্ছে ঋতু। ঠাণ্ডা মৌসুম আসছে পৃথিবীর অনেক জায়গায়। বৈজ্ঞানিক গবেষণা বলছে, শীতে করোনাভাইরাস সংক্রমণ বাড়ার আশঙ্কা বেশি।

চার ধরনের করোনাভাইরাস রয়েছে যা নানা ঠাণ্ডার উপসর্গ তৈরি করে। শীতকালেই এগুলো বেশি সংক্রমিত হওয়ার কথা। তবে একই সাথে শীতকালে অন্য ফ্লুগুলোও বাড়বে। তাই শুধু করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন থাকলেই হবে না। সূত্র : বিবিসি