বরিশালে দুই দিনব্যাপী অশ্বিনী মেলা

বরিশালে দুই দিনব্যাপী অশ্বিনী মেলা

সংগৃহীত ছবি

বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ও শিক্ষানুরাগী মহাত্মা অশ্বিনী কুমার দত্তের জন্মদিন উপলক্ষ্যে বরিশালে দুই দিনব্যাপী অশ্বিনী মেলার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর সরকারি বরিশাল কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। 

এ সময় প্রধান অতিথি জাহিদ ফারুক অশ্বিনী কুমার দত্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে প্রদীপ প্রজ্জ্বলন করেন। পরে আলোচনা সভায় অংশ নেন তিনি। এর আগে সংগীত ও নৃত্য মঞ্চস্থ হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আসাদুজ্জামান ও সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আলী হোসেন হাওলাদার। 

মহাত্মা অশ্বিনী কুমার স্মৃতি সংসদ বরিশালের সভাপতি স্নেহাংশু কুমার বিশ্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রোকন বেপারী।

বক্তব্য রাখেন অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ভানু লাল দে, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য আজমল হোসেন লাবু, প্রজন্ম নাট্যকেন্দ্র বরিশালের সভাপতি সুরঞ্জিত দত্ত লিটু। 

২০১৯ সাল থেকে বরিশালে অশ্বিনী মেলার আয়োজন করছে মহাত্মা অশ্বিনী কুমার স্মৃতি সংসদ। অশ্বিনী কুমার দত্তের বাসভবন (বর্তমানে সরকারি বরিশাল কলেজ) মাঠে উদ্বোধন হওয়া দুই দিনব্যাপী মেলা শুক্রবার শুক্রবার শেষ হবে। এবারের মেলায় মোট ৩০টি স্টল রয়েছে।