গুয়াতেমালায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

গুয়াতেমালায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

গুয়াতেমালায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

গুয়াতেমালার দক্ষিণ অঞ্চলে শুক্রবার রাতে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে হতাহত অথবা ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি।শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ৫২ মিনিটে ট্যাক্সিস্কো শহর থেকে সাত কিলোমিটার (চার মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১০৮ কিলোমিটার গভীরে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানায়। গুয়াতেমালার সিসমোলজি ইনস্টিটিউট জানিয়েছে, ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬।

দেশের দক্ষিণে ভূকম্পনটি অনুভূত হয়েছে। সেইসাথে রাজধানী গুয়াতেমালা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ অ্যান্টিগুয়া গুয়াতেমালা শহরেও ভূমিকম্প অনুভূত হয়েছে।নাগরিক সুরক্ষা মুখপাত্র রোডলফো গার্সিয়া সাংবাদিকদের জানিয়েছেন, ‘এখন পর্যন্ত কোন হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’তিনি বলেন, কর্তৃপক্ষ জাতীয় পর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ক্যারিবিয়ান এবং কোকোস টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে গুয়াতেমালায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। 

সূত্র  : বাসস