পূবাইলে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকাসহ নগদ টাকা লুট

পূবাইলে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকাসহ নগদ টাকা লুট

সংগৃহীত

গাজীপুর মহানগরীর পূবাইলে নির্মাণাধীন উন্মুক্ত একটি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার ভোর রাত তিনটার দিকে মহানগরীর ৪০ নং ওয়ার্ডের কুদাব মধ্যপাড়া ওকাল উদ্দিনের নির্মাণাধীন বাড়িতে ডাকাতি সংঘটিত হয়।

এ সময় মুখোশধারী ডাকাত দল সাড়ে ১১ ভরি সোনা, নগদ ১৫ হাজার টাকার দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন সেট লুট করে নিয়ে যায়।

ঘটনাস্থলে গেলে বাড়ির মালিক ওকালউদ্দিন জানান, ডাকাত দলের ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল বাড়ির  পেছনের দিকে মই সংযোগ করে ছাদে উঠে। উন্মুক্ত ছাদ দিয়ে বাড়িতে প্রবেশ করে ঘরে ঢোকার চারটি গেট শাবল দিয়ে ভেঙে ফেলে। পরে প্রধান ফটক খুলে নেয়। 

ডাকাতেরা ঘরে প্রবেশ করে ভাড়াটিয়াসহ সবাইকে হাত-পা বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মোট সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার ও ১৫ হাজার টাকার দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন সেট নিয়া যায়। তারা ভোর তিনটার দিকে ঢুকে তিনটা ২০ মিনিটে সামনের গেট দিয়ে চলে যায়। এসময় সবাই মুখোশ পরিহিত ছিল। 

ভুক্তভোগীদের আর্তচিৎকারে ডাকাত চলে যাওয়ার পর প্রতিবেশীরা তাদের উদ্ধার করে পুলিশে খবর দেয়।  

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (গাছা জোন) মোকসেদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলার প্রস্তুতি ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।