রামুতে দুর্বৃত্তের হামলায় বিট কর্মকর্তাসহ আহত ৩

রামুতে দুর্বৃত্তের হামলায় বিট কর্মকর্তাসহ আহত ৩

সংগৃহীত

কক্সবাজারের রামুর পানেরছড়া এলাকায় পাহাড় কেটে বালি উত্তোলনে বাধা দেওয়ায় বন কর্মীদের ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে আহত হয়েছেন পানেরছড়া বিট কর্মকর্তাসহ তিন বনকর্মী।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে পানেরছড়া বাগান এলাকায় এঘটনা ঘটে।

রাতে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জ অফিসার রতন লাল মহত বিষয়টি নিশ্চিত করেছেন। 

এজাহার সূত্রে জানা গেছে, পানেরছড়ার সংরক্ষিত বাগানে পাহাড় কেটে বালু উত্তোলন করছিল আবু তাহের, আলী হোসেন, সালামত উল্লাহ, নুরুল কবির ও নুরু আলম নামের কয়েকজন ব্যক্তি। এসময় বন বিভাগের টহলকারী টিম তাদের বাধা দিলে ধারালো বার্মিজ কোদাল, দা, বেলচা, ঝুড়ি ও লাঠিসোটা নিয়ে বন কর্মীদের ওপর হামলা চালায়। এতে পানেরছড়া বিট কর্মকর্তা জলিলুর রহমানসহ তিনজন বনকর্মী আহত হয়েছেন।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জ অফিসার রতন লাল মহত জানান, পাহাড় কেটে বালু উত্তোলনে বাধা দেওয়ায় বন খেকো আবু তাহের, আলী হোসেন, সালামত উল্লাহ, নুরুল কবির ও নুরু আলমসহ আরও কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি বিট অফিসার জলিলুর রহমানসহ তিন বন কর্মীকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি ও লাঠিসোটা দিয়ে গুরুতর আহত করে। তাদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর করে পানিতে ফেলে নষ্ট করে দেয় দুর্বৃত্তরা। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।