বৈশাখে বড় পর্দায় আসছেন মন্দিরা

বৈশাখে বড় পর্দায় আসছেন মন্দিরা

ছবিঃ সংগৃহীত।

অবশেষে কাজলরেখা নিয়ে নববর্ষে বড় পর্দায় আসছেন নায়িকা মন্দিরা। মৈমনসিংহ গীতিকার কাজল রেখা অবলম্বনে ‘কাজল রেখা’ শিরোনামের চলচ্চিত্র নির্মাণ করেছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। বেশ কয়েকবার মুক্তির তারিখ ঘোষণা করেও পিছিয়েছে।

সর্বশেষ আগামী ৯ ফেব্রুয়ারি এটি মুক্তি পাওয়ার কথা ছিল।নতুন খবর হচ্ছে সিনেমাটি ফেব্রুয়ারি মাসে মুক্তি পাচ্ছে না।নতুন মুক্তির তারিখ জানিয়ে সেলিম জানান, সিনেমাটি আগামী বৈশাখে মুক্তি পাবে। সিনেমাটি বৈশাখে মুক্তি দেওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, বাঙালির চিরায়ত ঐতিহ্যের সঙ্গে মিশে আছে ‘কাজল রেখা’।

এ কারণে আমরা এটি বৈশাখে মুক্তি দিতে চাচ্ছি।বৈশাখ বাঙালির বড় উৎসব। সবদিক বিবেচনা করেই ওই মাসেই মুক্তির তারিখ চূড়ান্ত করেছি। কাজল রেখার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও নবাগত মন্দিরা চক্রবর্তী।বিভিন্ন চরিত্রে রয়েছেন রাফিয়াথ রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেকে।

এ সিনেমায় কংকন দাসী চরিত্রে অভিনয় করছেন মিথিলা আর সুচ কুমার চরিত্রে শরিফুল রাজ। সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি কানাডা, আমেরিকাসহ বিশ্বজুড়ে মুক্তি পাবে।এদিকে মন্দিরা বলেন, এ ছবিটি দক্ষ নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় এর গল্প জীবন্ত হয়ে উঠেছে। আর আমিও তার মুন্সিয়ানাসমৃদ্ধ নির্দেশনায় নিজের সেরাটা পর্দায় তুলে ধরার সর্বাত্মক চেষ্টা করেছি। এতে কতটা সফল হয়েছি তা দর্শকই বলবেন।আশা করি দর্শক ছবিটি সাদরে গ্রহণ করবে।