বাংলাদেশকে ১৪৯ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ১৪৯ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

সংগৃহীত ছবি

স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বড় সংগ্রহ পেয়েছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। তাই শিরোপা জয়ে লম্বা পথ পাড়ি দিতে হবে টাইগ্রেসদের।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করেছে লঙ্কানরা।

টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় লঙ্কানরা। দুই লঙ্কান ওপেনার নেতমি পর্না ও দেভিমি বিহাঙ্গার জুটিতে আসে ১০৪ রান। নতুন বলে লঙ্কানদের কাছে পাত্তাই পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। শুরুর দিকে কিছুটা ধীরগতিতে শুরু করলেও ক্রমেই আগ্রাসী হয়ে ওঠেন লঙ্কান দুই ওপেনার।

ইনিংসের ১৫তম ওভারে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। লেগ বিফোরের ফাঁদে ফেলে বিহাঙ্গাকে প্যাভিলিয়নে ফেরান নিশিতা আক্তার নিশি। সাজঘরে ফেরার আগে ৪২ বলে ৪৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই লঙ্কান ওপেনার।

ব্যক্তিগত ফিফটির আগে বিহাঙ্গা ফিরলেও ঠিকই হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন পর্না। শেষ পর্যন্ত ৫৭ বলে ৬৬ রানে অপরাজিত ছিলেন এই ওপেনার। তিন নেমে ১৩ বলে ১৪ রান করেন ভিশমি গুনারত্নে।

 

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন রাবেয়া, নিশি ও জান্নাতুল মাওয়া।