সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা

ফাইল ছবি

টাঙ্গাইলের সখীপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মামুনুর রশিদ রিপন নামের এক মাটি ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলার মুচারিয়া পাথার এলাকায় খাস জমি থেকে মাটি কাটার সময় তাকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভেকু বসিয়ে খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটতে ছিলো মামুনুর রশিদ রিপন। সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জরিমানা করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার উপজেলার তক্তারচালা গ্রামে অভিযান চালিয়ে ফরহাদ শিকদারকে ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ বলেন, পাহাড় ও বালুমহল কাটার আইন অনুযায়ী একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।