পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত

সংগৃহীত

দেশের সর্ব–উত্তরের জেলা পঞ্চগড়ে কয়েক দিন ধরে তাপমাত্রা ৮-৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা ওঠানামা করছে। এতে মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে এ জেলায়।

আজ রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।

এদিকে, কুয়াশার পরিমাণ কমে গিয়ে কয়েক দিন ধরে সকাল দেখা মিলছে সূর্যের। এতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া দিন ও রাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্যের সৃষ্টি হচ্ছে। রাতভর উত্তরের ঝিরিঝিরি হিমেল বাতাসে কাবু হয়ে পড়ছে এই জনপদের মানুষ।