ঝিনাইদহে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

ঝিনাইদহে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

প্রতীকী ছবি

ঝিনাইদহে সাপের কামড়ে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। শনিবার (০৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার কোলা গ্রামের  সাপুড়ের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সাপুড়ের নাম তরিকুল ইসলাম ওরফে তুফান (৩০) । তিনি কোলা গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, তরিকুল ইসলাম ওরফে তুফান শখের বসে গোখরা সাপ নিয়ে বিভিন্ন সময় খেলাধুলা করতো এবং মানুষকে খেলা দেখাতো। সাপ ধরে নিজের সংগ্রহে রাখতো, অনেক সময় পকেটেও সাপ নিয়ে ঘুরতো। শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতে থাকা সাপ নিয়ে খেলতে গিয়ে কামড় খায়। নিজের জানা মন্ত্র পড়ে ঝাড়ফুঁক দিয়ে কাজ হয় না। পরে বিষয়টি পরিবারকে জানালে তারা প্রথমে সদর উপজেলার ডাকবাংলা এলাকায় এক ওঝার কাছে নিয়ে যায়। ওই ওঝা বিষ নামানোর চেষ্টা করা হয়। কিন্তু তাতেও কাজ হয় না। পরিবারের লোকেরা সেখান নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তুফানের মৃত্যু হয়। 

এলাকাবাসী আরও জানায়, তাকে সে সাপে কামড় দিয়েছে সেই সাপ নেপাল থেকে কিনে আনা। সাপটি নিয়ে সে সব সময় ঘুরতো বলে জানা যায়