বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় পৌঁছে গেছে: ত্রাণ প্রতিমন্ত্রী

বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় পৌঁছে গেছে: ত্রাণ প্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।

সোমবার রাজধানীর বেইলি রোডে অবস্থিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা প্রতিষ্ঠানটির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, এটা আমাদের গৌরবের ব্যাপার, অহংকারের ব্যাপার। তিনি এমন একজন নেত্রী যিনি নিজের যোগ্যতা ও সুদূরপ্রসারী পরিকল্পনার কারণে আজ শুধু বাংলাদেশের নেত্রী নন, তিনি বিশ্বনেত্রী। তিনি আজ বাঙালি জাতির অহংকার, তিনি আমাদের আশীর্বাদ। তিনি বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন।
  
তিনি আরও বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও শেখ হাসিনার স্মার্ট সোনার বাংলা যদি কায়েম করতে হয়, তাহলে আমাদের পুরুষ ও নারীদের সমানভাবে এগিয়ে যেতে হবে।

সভাপতির বক্তব্যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, আজ আমাদের সবার আনন্দের দিন। অনেকদিন পর আমরা পুরস্কার পেতে যাচ্ছি। যেসব শিক্ষার্থীরা পুরস্কার পাবে তাদের অভিনন্দন, যারা পাবে না তাদের জন্য শুভকামনা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক শাখার অভিভাবক প্রতিনিধি আনোয়ার কবির ভূঁইয়া, কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি ড. ফারহানা খানম, মাধ্যমিক শাখার শিক্ষক প্রতিনিধি মো. আব্দুর রাজ্জাক আকন্দসহ গভর্নিং বডির সদস্য, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখার শিক্ষার্থীরা।