টস হেরে ব্যাটিংয়ে রংপুর

টস হেরে ব্যাটিংয়ে রংপুর

সংগৃহীত

ঢাকায় প্রথম পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল খুলনা টাইগার্স। তবে সিলেট পর্ব শেষে খুলনাকে হটিয়ে পয়েন্ট তালিকায় রাজত্ব করছে তারকাখচিত রংপুর রাইডার্স।

অন্যদিকে টেবিলের তলানিতে দুর্দান্ত ঢাকা। রাজধানীর দলটির সমান ২ পয়েন্ট সিলেট স্ট্রাইকার্সেরও। তবে রানরেটের মারপ্যাঁচে ৬ নম্বরে ঢাকা।

সিলেট পর্বে প্রথম দেখায় দুর্দান্ত ঢাকাকে ৭৯ রানে হারিয়েছিল রংপুর। এবার ঢাকা পর্বে ফের মুখোমুখি দল দুটি।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে হোম অব ক্রিকেট মিরপুরে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

দুর্দান্ত ঢাকা একাদশ- সাইম আইয়ুব, মোহাম্মদ নাইম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), ইরফান শুক্কুর (উইকেটকিপার), অ্যালেক্স রস, গুলবেদিন নাইব, চতুরঙ্গ ডি সিলভা, সাব্বির হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি ও শরিফুল ইসলাম।

রংপুর রাইডার্স একাদশ- বাবর আজম, ব্রেন্ডন কিং, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), ফজলে মাহমুদ রাব্বি, শামীম পাটোয়ারী, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও আবু হায়দার রনি।