স্পেনে ভবন ধস, ৩ মরদেহ উদ্ধার

স্পেনে ভবন ধস, ৩ মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত।

স্পেনের বার্সেলোনার কাছে একটি ভবন ধসে পড়েছে। সেখান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, এর আগে নিখোঁজ তিন বাসিন্দার সন্ধানে অভিযান চালানো হয়।

আঞ্চলিক ফায়ার সার্ভিস জানায়, ব্যাডোলনা এলাকায় একটি ধসে পড়া ভবনের মধ্যে থেকে আমরা তিনজনের মরদেহ উদ্ধার করেছি। এসব মরদেহ চিহ্নিতকরণ করা হচ্ছে। পাঁচতলা বিশিষ্ট ভবটি ধসে পড়ার অন্তত ২৪ ঘণ্টা পরে তাদের পাওয়া যায় বলেও জানানো হয়েছে।এদিকে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি পার্বত্য অঞ্চলে ভূমিধসের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩১ জন। ভূমিধসে বেশ কিছু বাড়ি-ঘর ধসে পড়েছে।

প্রাদেশিক দুর্যোগ কর্মকর্তা এডওয়ার্ড ম্যাকাপিলি এএফপিকে বলেন, মিন্দানাও দ্বীপের দাভাও দে ওরো প্রদেশের খনি সমৃদ্ধ একটি গ্রামে মঙ্গলবার রাতে ভূমিধসের ঘটনা ঘটেছে। সে সময় খনি শ্রমিকদের পরিবহনের জন্য ব্যবহৃত দুটি বাসের মধ্যে অন্তত ২০ জন লোক আটকা পড়েন।

অন্যদিকে ভারতের মধ্যপ্রদেশের আতশবাজি কারখানায় ধারাবাহিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এরই মধ্যে মালিকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।