প্রথম শ্রীলঙ্কান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি নিশাঙ্কার

প্রথম শ্রীলঙ্কান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি নিশাঙ্কার

পাথুম নিশাঙ্কা।

প্রথম শ্রীলঙ্কান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন পাথুম নিশাঙ্কা।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৩ উইকেটে ৩৮১ রানের পাহাড় গড়ে লঙ্কানরা। ওপেনিংয়ে নেমে ১৩৯ বলে ২০ চার ও ৮ ছক্কায় ২১০ রানে অপরাজিত থাকেন ২৫ বছর বয়সী ডানহাতি এ ব্যাটার। ভেঙে দেন সনাথ জয়সুরিয়ার দুই দশকের রেকর্ড। ভারতের বিপক্ষে ১৮৯ রান করেছিলেন সাবেক এ কিংবদন্তি উইলোবাজ। ওয়ানডেতে এতদিন শ্রীলঙ্কার হয়ে সেটিই ছিল ব্যক্তিগত সর্বোচ্চ। পাল্লেকেলে স্টেডিয়ামের স্ট্যান্ডে দাঁড়িয়ে রেকর্ডম্যান নিশাঙ্কার ডাবল সেঞ্চুরির পর হাত তালি দিয়ে তাকে অভিনন্দন জানন জায়াসুরিয়া।

২০০০ সালে শারজায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারতের বিপক্ষে সেদিন ১৬১ বলে ১৮৯ রান করেছিলেন জয়সুরিয়া। এরপর গত প্রায় দুই যুগে তার ধারেকাছে যেতে পারছিলেন না শ্রীলঙ্কার আর কেউ। সবচেয়ে কাছাকাছি উপুল থারাঙ্গা যেতে পেরেছিলেন ২০১৩ সালে, ক্যারিবিয়ানে ত্রিদেশীয় সিরিজে ভারতের বিপক্ষেই অপরাজিত ১৭৪ রান করেছিলেন থারাঙ্গা, যিনি এখন শ্রীলঙ্কার নির্বাচক কমিটির প্রধান। সর্বোপরি ওয়ানডে ইতিহাসে নিশাঙ্কার এটি ১২তম ডাবল সেঞ্চুরি, শ্রীলঙ্কার পক্ষে প্রথম।

তিনটি ডাবল সেঞ্চুরি আছে রোহিত শর্মার, ব্যক্তিগত সর্বোচ্চ ২৬৪ও! ১৩৬ বলে ডাবলের কীর্তি গড়ার পথে একটা জায়গায় অবশ্য ক্রিস গেইলকে পেছনে ফেলে দিয়েছেন নিশাঙ্কা। ক্যারিবীয়

ব্যাটিং দানব’ ২০১৫ সালে ক্যানবেরায় জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ বলে ছুঁয়েছিলেন ডাবল সেঞ্চুরির ম্যাজিক ফিগার। নিশাঙ্কা তার চেয়ে দুই বল কম খেলেই ডাবলের দেখা পেয়েছেন। দ্রুততম ডাবল সেঞ্চুরির তালিকায় তৃতীয় স্থান দখল করেছেন তিনি। নিশাঙ্কাসহ ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন মাত্র ১২ জন ক্রিকেটার। যেখানে ৮টি—ই ভারতীয়দের! তার সমান ২১০ রান করেছেন আরও দুই ক্রিকেটার—ফখর জামান ও ইশান কিশান। তবে ফখর ও নিশাঙ্কা দুজনেই ছিলেন অপরাজিত। ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকায় তারা তিনজনই আছেন পাঁচে।

সর্বোচ্চ ইনিংস ভারতের রোহিত শর্মার, ১৭৩ বলে ২৬৪ রান। ২৩৭* রান নিয়ে দুইয়ে অবস্থান সাবেক কিউই ব্যাটার মার্টিন গাপটিলের। লিস্ট—এ ক্রিকেটেও ডাবল সেঞ্চুরি থাকা নিশাঙ্কার আগুনে ব্যাটিংয়ের দিনে শ্রীলঙ্কার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ করেছেন আরেক ওপেনার আভিশকা ফার্নান্দো। তার ব্যাট থেকে এসেছে ৮৮ বলে৮৮ রান। দুই ওপেনার মিলে গড়েন ১৮২ রানের জুটি। শেষদিকে ৪৫ রানের ইনিংস খেলেন সাদিরাসামারাবিক্রমা।