ইয়ামালের জোড়া গোলে হার এড়াল বার্সেলোনা

ইয়ামালের জোড়া গোলে হার এড়াল বার্সেলোনা

সংগৃহীত

লা-লিগায় গ্রানাদার বিপক্ষে ম্যাচে গতকাল রাতে মাঠে নেমেছিল বার্সেলোনা। ঘরের মাঠে এই ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি করতে না পারলেও প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল বার্সেলোনাই। কিন্তু ঘুরে দাঁড়িয়ে এগিয়ে গিয়েছিল গ্রানাদাই। তবে ম্যাচের শেষ দিকে লামিনে ইয়ামালের গোলের সুবাদে শেষ পর্যন্ত হার এড়াতে পেড়েছে বার্সা, ৬ গোলের ম্যাচে কাতালান ক্লাবটুর হয়ে কাল জোড়া গোল করেছেন ১৬ বছর বয়সী ইয়ামাল।

এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে গ্রানাদার বিপক্ষে ম্যাচে কাল শুরুটা ভালোই করেছিল বার্সেলোনা। জাবি হার্নান্দেজের শিষ্যরা বল দখলে এগিয়ে থেকে ম্যাচের ১৪ মিনিটে গোলের দেখাও পেয়েছিল। জোয়াও ক্যানসেলোর বাড়িয়ে দেয়া বলে দারুণ এক ভলিতে দলকে লিড এনে দেন ইয়ামাল।

তবে প্রথমে এগিয়ে গিয়েও প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি বার্সা। এদিকে ৪৩ মিনিটে সমতা ফেরায় গ্রানাদা। প্রতি আক্রমণে বার্সার জালে বল জড়ান রিকার্ড সানচেজ। ফলে ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

এদিকে দ্বিতীয়ার্ধের শুরুতেই বার্সাকে এগিয়ে দেয়ার দারুণ এক সুযোগ পেয়েছিলেন রবার্ট লেভানডভস্কি। তবে জালের দেখা পেতে ব্যর্থ হন তিনি। এদিকে ম্যাচের ৬০ মিনিটে উল্টো এগিয়ে যায় গ্রানাদাই। ফাকুন্দো পেলিস্ট্রির ৬০ মিনিটের গোলে লিডের দেখা পায় গ্রানাদা।

অবশ্য এই লিড খুব বেশি সময় ধরে রাখতে পারেনি গ্রানাদা। মিনিট তিনেক পরই গোল করে বার্সাকে সমতায় ফেরান লেভা। তবে এর তিন মিনিট পরই আবার লিডের দেখা পায় গ্রানাদা। এদিকে এক গোলে পিছিয়ে পড়ে ফের সমতায় ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালায় বার্সার ফুটবলাররা।

শেষ পর্যন্ত ৮০ মিনিটে ইয়ামালের দ্বিতীয় গোলে নিজেদের তৃতীয় গোলের দেখা পায় বার্সেলোনা। ১৬ বছর বয়সী এই তরুণের গোলেই শেষ পর্যন্ত ঘ্র এড়াতে পেড়েছে বার্সেলোনা। এই ড্রয়ের পর ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান এখন তালিকার তিনে, শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে কাতালান ক্লাবটি পিছিয়ে আছে ১০ পয়েন্টের ব্যবধানে।