আবারো মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

আবারো মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

আবারো মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

মিরপুরের কাজীপাড়ায় মেট্রোরেলের তারের উপর ঘুড়ি পড়েছে। এর ফলে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।বুধবার (১৪ ফেব্রুয়ারি) দেড়টার দিকে মেট্রো চলাচল বন্ধ করে দেয়া হয়।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (ট্রেন অপারেশন) রায়হান খলিল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিরপুরের কাজীপাড়ায় মেট্রোরেলের তারে ঘুড়ি আটকে পড়ায় মতিঝিল থেকে উত্তরাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এটা ঠিক করতে আমরা কাজ করছি বলে জানান তিনি।

উল্লেখ্য, ঢাকায় চালু হওয়া মেট্রোরেল পুরোপুরি বিদ্যুৎচালিত। ঝুলন্ত তারের সাথে ট্রেনের সংযোগের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন হয়। এ ব্যবস্থায় ফানুস, ঘুড়ি, কাপড় কিংবা এ ধরনের বস্তু আটকে গেলে বিদ্যুৎ পরিবহন বাধাগ্রস্ত হয়, যা থেকে মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটাতে পারে।