বরিশালে ইটভাটায় অভিযান, জরিমানা

বরিশালে ইটভাটায় অভিযান, জরিমানা

ফাইল ছবি।

বরিশাল সদর উপজেলার চরকরনজি ও হিজলতলা এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটা ধংস করেছেন পরিবেশে অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ইট ভাটা থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে আজ এই অভিযান পরিচালিত হয়। 

বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচ এম রাসেদ জানান, ভ্রাম্যমাণ আদালত সদর উপজেলার চরকরনজি ও হিজলতলা এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটা ধংস করে। এ সময় চরকরনজি এলাকার একটিকে ৩ লাখ টাকা এবং হিজলতলা এলাকার একটিকে ২ লাখ টাকা জরিমানা করেন। 

বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানা পুলিশ, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ান এবং ফায়ার সার্ভিস এই অভিযানে সহায়তা করে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচ এম রাসেদ।