২ দিনের সফরে পীরগঞ্জে যাচ্ছেন স্পিকার

২ দিনের সফরে পীরগঞ্জে যাচ্ছেন স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২ দিনের সফরে তার নির্বাচনী আসন রংপুরের পীরগঞ্জে যাচ্ছেন।

আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর হয়ে সড়কপথে দুপুরে পীরগঞ্জে পৌঁছাবেন।

শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপস্থিত হয়ে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিবেন তিনি।

বিকেলে উপজেলার মদনখালি ইউনিয়নের খালাশপীর দারুল হুদা স্নাতক ফাজিল মাদরাসা মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রয়াত দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় যোগ দেবেন স্পিকার।

তিনি পরদিন শনিবার সকালে উপজেলার শানেরহাট ইউনিয়ন পরিষদ মাঠে শানেরহাট, পাঁচগাছি ও মিঠিপুর ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর উপজেলা সদরে ফিরে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ শেষে রাতেই সড়কপথে সৈয়দপুর হয়ে বিমানযোগে ঢাকা ফিরবেন স্পিকার।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম জানান, পীরগঞ্জ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে চতুর্থ বারের মতো স্পিকারের দায়িত্ব গ্রহণ করায় তাকে শুভেচ্ছা জানাতে সর্বস্তরের জনগণসহ নেতা-কর্মীদের ঢল নামবে।