রাশিয়ায় নাভালনির মৃত্যুর বিষয়ে মুখ খুললেন বাইডেন

রাশিয়ায় নাভালনির মৃত্যুর বিষয়ে মুখ খুললেন বাইডেন

ফাইল ছবি।

দীর্ঘদিন কারাগারে বন্দি থাকাবস্থায় মারা গেলেন পুতিনের তীব্র সমালোচক ও বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি। এ ব্যাপারে রুশ প্রেসিডেন্টকে হুমকি দিলেন জো বাইডেন। খবর আল-জাজিরার

মার্কিন প্রেসিডেন্ট বলেন, নাভালনি মারা গেছেন এ খবর যদি সত্য হয় তবে পুতিনকে এর পরিণতি ভোগ করতে হবে।

বাইডেন আরও বলেন, তারা এর আগে জানিয়েছিল, কারাগারে নাভালনির চিকিৎসা ও বসবাসের কোনো সমস্যা নেই। তবে কিভাবে তিনি মারা গেলেন।

নাভালনির মৃত্যুর বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও পুতিনের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, নাভালনির মৃত্যু নিশ্চিত হলে তা হবে পুতিনের নিষ্ঠুরতার আরেকটি লক্ষণ।

জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, রাশিয়া এর জন্য দায়ী।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নাভালনিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হত্যা করেছেন।

জেলেনস্কি বলেন, নির্যাতনের শিকার হাজার হাজার মানুষের মতো নাভালনিও পুতিনের হাতে নিহত হয়েছেন। এর জন্য পুতিনকে জবাবদিহি করতে হবে।