নেত্রকোনায় সপ্তাহব্যাপী জমজমাট বইমেলা

নেত্রকোনায় সপ্তাহব্যাপী জমজমাট বইমেলা

সংগৃহীত

নেত্রকোনায় সপ্তাহব্যাপী বইমেলা শুরু। আজ উদ্বোধনের আগে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় শত শত লেখক-পাঠক ভিড় জমিয়েছেন। কেউ পছন্দের বই কিনেছেন, কেউ হাতে নিয়ে পাতা উলটপালট করে দেখছেন। আবার কেউ মেলা প্রাঙ্গণে খণ্ড খণ্ড হয়ে বসে-দাঁড়িয়ে আড্ডা-গল্পে মশগুল।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা গণগ্রন্থাগারের উদ্যোগে গ্রন্থাগার প্রাঙ্গণে বসেছে বই মেলা। মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান।

পরে আলোচনা সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান। জেলা গণগ্রন্থাগারের পরিচালনা কমিটির সদস্য চিন্ময় তালুকদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বক্তব্য দেন- বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা প্রাবন্ধিক হায়দার জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদ, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য হাবিবা রহমান খান, পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খানম, গণ গ্রন্থাগারের সহ-সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মারুফ হাসান খান, নেত্রকোনা পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি উৎপল ভট্টাচার্য প্রমুখ।

মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও জেলা গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক মারুফ হাসান খান জানান, গ্রন্থাগার পরিচালনা কমিটি ২০২২ সাল থেকে গণগ্রন্থাগার প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বইমেলা প্রচলন করেছে। এতে জেলা প্রশাসনের সহযোগিতা রয়েছে। এবার মেলায় ১৮টি বইয়ের স্টল বসেছে। এর মধ্যে ভ্যারাস্টিস স্টোর, রূপক লাইব্রেরি, হাসেমিয়া লাইব্রেরি, নূর লাইব্রেরি, শতাব্দি বইঘর, নেত্রকোনার গ্রন্থ পরিচয়ের পাশাপাশি প্রকাশনা সংস্থা কথা প্রকাশ, ইকরিমিক্রি, শিশু একাডেমি, মাতৃভূমি, বারোমাসি, প্রথমা প্রকাশন রয়েছে। প্রথম আলো বন্ধুসভার নেত্রকোনা কমিটির সদস্যরা প্রথমা প্রকাশনের বই বিক্রিতে সহযোগিতা করছেন। তারা জানান, বইমেলায় প্রথমার বইয়ে আকর্ষণীয় মূল্য ছাড় রয়েছে।