সরকার গঠনে পিএমএলএন-পিপিপি গুরুত্বপূর্ণ সমঝোতা

সরকার গঠনে পিএমএলএন-পিপিপি গুরুত্বপূর্ণ সমঝোতা

সংগৃহীত

পাকিস্তানে সরকার গঠন নিয়ে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মধ্যে গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। আজ সোমবার অমীমাংসিত আরো কয়েকটি বিষয়ে ফয়সালা হবে বলে ধারণা করা হচ্ছে।

রোববারের বৈঠকের ব্যাপারে একটি সূত্র জানিয়েছে, পিপিপি ফেডারেল মন্ত্রিসভায় যোগদানের ব্যাপারে তার সম্মতি জ্ঞাপন করেছে। এর মাধ্যমে দল দুটির মধ্যে ব্যাপক আলোচনার সমাপ্তির ইঙ্গিত পাওয়া গেল।

সূত্র জানায়, পাকিস্তানের রাষ্ট্রপতি এবং জাতীয় পরিষদের স্পিকার পদের ব্যাপারে দুই দলের মধ্যে সমঝোতা হয়েছে। পদ দুটি পাবে পিপিপি। উল্লেখ্য, রোববার পিপিপির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি ঘোষণা করেছেন যে ওই পদে তার বাবা আসিফ আলি জারদারিকে মনোনয়ন দেবে পিপিপি।

তবে সিনেট চেয়ারম্যান এবং চারটি প্রদেশর গভর্নর পদে কারা নিয়োগ পাবেন, সে ব্যাপারে এখনো দল দুটির মধ্যে কোনো সমঝোতা হয়নি।

উল্লেখ্য, সমঝোতা অনুযায়ী পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী পদে পিএমএল-এন প্রার্থীকে সমর্থন দেবে পিপিপি। পিএমএল-এন ইতোমধ্যেই ঘোষণা করেছে, তারা প্রধানমন্ত্রী পদে মনোনীত করবে শাহবাজ শরিফকে।

এদিকে বেলুচিস্তানে কোয়ালিশন সরকার গঠিত হচ্ছে। এখানে পিপিপির মনোনীত মুখ্যমন্ত্রীকে সমর্থন দেবে পিএমএল-এন।

আর পিপিপি পাঞ্জাব মন্ত্রিসভায় দুটি আসন পেতে যাচ্ছে। এখানে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ।

সিন্ধু প্রদেশে সরকার গঠন করবে পিপিপি।
আর খাইবার পাকতুনখাওয়ায় সরকার গঠন করবে ইমরান খানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি।