লোকসান এড়াতে সোনামসজিদ দিয়ে আলু আমদানি বন্ধ

লোকসান এড়াতে সোনামসজিদ দিয়ে আলু আমদানি বন্ধ

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৯ দিন ধরে আলু আমদানি বন্ধ রয়েছে। দেশের বাজারে দাম কমে যাওয়ায় লোকসানের এড়াতে ব্যবসায়ীরা ভারতীয় আলু আমদানি বন্ধ রেখেছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।

গণমাধ্যমকে তিনি বলেন, বাজারে ভারতীয় আলুর চাহিদা কমে গেছে। এতে ব্যবসায়ীরা লোকসানে পড়ছেন। তাই গত ১০ ফেব্রুয়ারি থেকে আলু আমদানি বন্ধ রেখেছি।

তিনি আরও বলেন, এমনিতেই ভারতীয় আলুর বিক্রি কম। এখন বাজারে দেশি আলু রয়েছে। যেখানে আমদানিতে কেজিপ্রতি ভারতীয় আলু খরচ হয় ২৫-২৮ টাকা। আর সেখানে বাজারে আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৫-৩০ টাকা। এজন্য আমরা আলু আমদানি বন্ধ করে দিয়েছি।

এ বিষয়ে সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কার্যালয়ের উপ-পরিচালক সমির ঘোষ বলেন, অনুমতি পাওয়া আমদানিকারকরা মাত্র এক হাজার ১০৬ মেট্রিক টন ভারত থেকে আলু আমদানি করেছেন। সর্বশেষ তারা ১০ ফেব্রুয়ারি আলু আমদানি করেন।