নাকুগাঁও স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

নাকুগাঁও স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

ফাইল ছবি

দেশের অন্যতম স্থলবন্দর শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে আবারও এ পথে আমদানি- রফতানি বাণিজ্য চলবে।

নাকুগাঁও স্থলবন্দরের আমদানি- রফতানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল আমদানি- রফতানি বন্ধ থাকার বিষয়টি জানিয়েছেন।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি ছুটি থাকায় এ বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বুধবার বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। এছাড়া বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি- রফতানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম চলবে।

নাকুগাঁও স্থলবন্দরের আমদানি- রফতানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উভয় দেশে সরকারি ছুটি ঘোষণা করায় বুধবার নাকুগাঁও স্থলবন্দরের সকল কাজকর্ম বন্ধ থাকবে। সে কারণে এ পথে কোন আমদানি- রফতানি কার্যক্রম হবে না। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি- রফতানি চলবে।