ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন।

এ সময় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পুলিশ বিভাগের পক্ষ থেকে পুলিশ সুপার আজিম-উল-আহসান, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপিসহ সরকারি, বেসরকারি নানা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এরপর সকালে একে একে শোভাযাত্রা নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগ, যুবলীগ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা শহীদ মিনারের পাদদেশে হাজির হন।

পুষ্পমাল্য অর্পণ শেষে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের এমপি নাসের শাহরিয়ার জাহেদী মহুল। পরিশেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।