কুমিল্লা নগরীতে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

কুমিল্লা নগরীতে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

প্রতীকী ছবি

কুমিল্লা সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের নেউরা এলাকায় শাহ আলম নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। 

শনিবার ভোর সোয়া ৬টায় নগরীর নেউরা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

শাহ আলম নগরীর ঢুলিপাড়া ও পকেটগেট এলাকার দুইটি গ্যারেজের মালিক ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন নিহত যুবকের ভাই জসিম উদ্দিন।  

নিহত শাহ আলম দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় এলাকার নুরু মিয়া ছোট ছেলে। 

শাহ আলমের বড় ভাই জসিম উদ্দিন বলেন, শাহ আলম ১০ থেকে ১২ বছর আগে দক্ষিণ চর্থা থেকে নেউরা এলাকায় নতুন বাড়ি করে সেখানে থাকে। তার গাড়ির ব্যবসা ছিল। পরে গ্যারেজ ব্যবসায় আসে। ঢুলিপাড়া ও পকেটগেট এলাকায় সে গ্যারেজের ব্যবসা করতো। মাঝে মাঝে রাতে গ্যারেজে থেকে যেতো। কাল রাতে গ্যারেজে ছিল। হয়তো ভোররাতের দিকে বাড়ি ফিরছিল এ সময় তাকে গলা কেটে হত্যা করা হয়। আমরা খবর পাই সাড়ে ৫টার দিকে। পাশে তার মোটরসাইকেল পড়ে ছিল। কে বা কারা এ কাজ করেছে জানি না। 

কুমিল্লার কোতোয়ালি মডেল থানাধীন ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন বলেন, নিহতের মাথা, গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। তাকে খুন করা হয়েছে। পুলিশ কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।