নটরডেম ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ক্রিকেটে ইংরেজি বিভাগ জয়ী

নটরডেম ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ক্রিকেটে ইংরেজি বিভাগ জয়ী

সংগৃহীত

নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রতিবছরের মতো এবারও আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু করে ১৬ ফেব্রুয়ারি। ফাইনাল অনুষ্ঠিত হয় ২৪ ফেব্রুয়ারি নটরডেম কলেজের মাঠে। ফাইনালে ব্যবসায় প্রশাসন বিভাগকে বিশাল ব্যবধানে হারিয়ে টানা ৩য় বারের মতো শিরোপা নিজেদের করে নেয় ইংরেজি বিভাগ।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংরেজি বিভাগের দলীয় অধিনায়ক নাঈম। বোলারদের তোপের মুখে মাত্র ৬১ রানে সব উইকেট হারিয়ে ফেলে ব্যবসায় প্রশাসন। ব্যাট করতে নেমে দুই ওপেনার অধিনায়ক নাঈম ও টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী মুমিত ৮ম ওভার চলাকালেই দলের বিজয় নিশ্চিত করেন। 

অধিনায়ক নাঈম বলেন, আমাদের ইংরেজি বিভাগ টানা ৩য় বার ক্রিকেটে চ্যাম্পিয়ন। এর পেছনে সবচেয়ে বেশি টিমের সমন্বয়ক, কোচ ও ম্যানেজার সহকারী অধ্যাপক সামী হোসেন চিশতী স্যারের। আমি আমার টিম ও সকলকে ধন্যবাদ জানাই।

ইংরেজি বিভাগের কোচ ও ম্যানেজার সামি চিশতী ম্যাচ শেষে এ সাফল্যকে দলীয় অর্জন বলে আখ্যায়িত করেন। 

পুরস্কার বিতরণীতে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, টুর্নামেন্ট কনভেনর ও প্রধান অতিথি জাতীয় দলের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। 

উল্লেখ্য, এদিন সকালে নটরডেম বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনীও অনুষ্ঠিত হয়।